চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে স্থানীয় এক যুবককে আটক করেছে হাটহাজারী থানা পুলিশ। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পাশের জোবরা গ্রাম থেকে ওই যুবককে আটক করা হয়। তার নাম মোহাম্মদ খোরশেদ আলম প্রকাশ (১৯)। তিনি একটি সিগারেট কোম্পানিতে নৈশপ্রহরীর চাকরি করেন।
এর আগে ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পসে যৌন হয়রানির শিকার হন এক আদিবাসী ছাত্রী। বাজার থেকে ফেরার পথে অশ্লীল কথা ও ইঙ্গিতের মাধ্যমে ওই ছাত্রীকে হয়রানি করা হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্তকে খুঁজতে স্থানীয় প্রশাসন ও হাটহাজারী থানাকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়।
আটকের বিষয়টি সারাক্ষণকে নিশ্চিত করেছেন চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। তিনি বলেন, চবিতে ইভটিজিংয়ের ঘটনায় এক যুবককে আটক করেছে হাটহাজারী থানা পুলিশ।
এ বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে আমরা একজনকে আটক করেছি। তার বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, চবি ক্যাম্পাসে ছাত্রী হয়রানির প্রতিবাদ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ১৭ ফেব্রুয়ারি দুপুরে মানববন্ধন করে চবি ছাত্রলীগ।
/ওআর/