ঘরোয়া লিগের শেষ ম্যাচের ধাক্কাটা চ্যাম্পিয়ন্স লিগে ভালোভাবেই সামাল দিয়েছে বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার রাতে অ্যাওয়ে ম্যাচে ৪-১ গোলে ল্যাজিওকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে খেলা অনেকটা নিশ্চিত করেছেব বর্তমান চ্যাম্পিয়নরা। লেভানদোভস্কি, মুসিয়ালা, সানে বায়ার্নের হয়ে গোলের করেন। বায়ার্নের পাওয়া চতুর্থ গোলটি ছিল ওন গোল।
অ্যাওয়ে ম্যাচ হলেও ম্যাচের শুরুতেই ল্যাজিওকে চেপে ধরেছিলে বায়ার্ন। তাছাড়া প্রথমার্ধেই তারা ম্যাচে চূড়ান্ত পরিণতিও নিশ্চিত করে ফেলেছিল। প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে ছিল বর্তমান চ্যাম্পিয়নরা। লেভানদোভস্কিই নবম মিনিটে গোলের সূচনা করেছিলেন। চ্যম্পিয়ন্স লিগে এটি ছিল তার ৭২তম গোল। এ গোলের মাঝ দিয়ে লেভানদোভস্কি টপকে গেলেন রাউলকে। সর্বোচ্চ গোলদাতার তালিকায় উঠে আসলেন তৃতীয় স্থানে। তার ওপরে আছেন এখন শুধু ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। রোনালদোর গোল ১৩৪, আর মেসির ১১৯।
গত ৯ মাসে ছয় ট্রফি জেতা বায়ার্ন এ ম্যাচ নিয়ে একটু উদ্বেগেই ছিল। ক্লাব বিশ্বকাপ জেতার পর ঘরোয়া লিগে দুই ম্যাচেই পয়েন্ট হারিয়েছিল। ফলে অ্যাওয়েতে কত দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে তা নিয়ে কিছুটা উদ্বেগই ছিল। কিন্তু লেভানদোভস্কি শুরুতেই সব উদ্বেগ ঝেড়ে ফেলেন। তারপর একে বায়ার্নের গোল বেড়েছে আর স্বস্তি বেড়েছে।
২১ বছরের মধ্যে প্রথমবার নকআউটে খেলতে আসা ল্যাজিও চার গোল হজমের পর একটা গোল পরিশোধ করে। ৪৯ মিনিটে তারা ব্যবধান কমানোর পর ম্যাচে আর কোনো গোল হয়নি।
/এসএইচ/