চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে বড় এক ধাক্কা হজম করতে হলো অ্যাতলেতিকো মাদ্রিদকে। স্প্যানিশ লিগে পয়েন্ট টেবিলের শীর্ষ দলটি মঙ্গলবার শেষ ষোলোর লড়াইয়ের প্রথম লেগে চেলসির কাছে হেরে গেছে। অ্যাওয়ে ম্যাচে চেলসি ১-০ গোলে জয় পেয়েছে। ৬৮ মিনিটে অসাধারণ ব্যাকভলিতে অলিভার জিরোদ অ্যাতলেতিকো মাদ্রিদকে থমকে দেন। সে সঙ্গে স্প্যানিশ ক্লাবটির কোয়ার্টার ফাইনালের স্বপ্নকে কঠিন পথে ঠেলে দিয়েছেন।
জিরোদের গোল প্রথমে অফসাইডের কারণে বাতিল করা হয়েছিল। তবে ভিডিও দেখে রেফারি গোলের সিদ্ধান্ত দেন। দুই দলের জন্যই ম্যাচটি ছিল অ্যাওয়ে। ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় অ্যাতলেতিকো মাদ্রিদের হোম ম্যাচ হলেও খেলা হয়েছে রুমানিয়াতে। আর তাতেই যেনো ছন্দ হারিয়েছে স্প্যানিশ ক্লাবটি। দিয়েগো সিমিওনির কৌশল মার খেয়েছে টমাস টুখেলের কাছে। ঘরোয়া লিগে উড়তে থাকা দলটির অবস্থা এমনই হয়েছিল যে পুরো ম্যাচে তারা কোনো ছন্দ পায়নি। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। চেলসির জন্য কখনও তারা বড় ধরণের হুমকি হয়ে দেখা দিতে পারেনি।
জয়ের ফলে টমাস টুখেলের হাতে চেলসির সাফল্য অব্যাহত থাকলো। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগেও টমাস টুখেলের যাত্রাটা জয় দিয়ে হলো। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে সরিয়ে টুমাস টুখেলকে দায়িত্ব দেয়ার সিদ্ধান্তটা যে ভুল ছিল না তা টুখেল প্রমাণ করে চলেছেন। দায়িত্ব নেবার পর আট ম্যাচেই অপরাজিত চেলসি। টুখেলের পরিকল্পনায় অ্যাতলেতিকো মাদ্রিদ খুব বেশিক্ষণ বল ধরে রাখতে পারেনি। এমনকি নিজেদের মধ্যে খুব বেশি পাসও আদান প্রদান করতে পারেনি। দলের অন্যতম খেলোয়াড় লুইস সুয়ারেজকেও কখনো টুখেলের ছেলেরা ভয়ঙ্কর হতে দেয়নি।
ম্যাচ শেষে জিরোদের প্রশংসা করে টুখেল বলেন, ‘যদি জিরোদকে আপনি প্রতিদিনের পারফরম্যান্সের হিসেবে বিচার করেন তাহলে আপনাকে বিষয়টি অবাক করবে না। কিন্তু সে পুরোপুরি ফিট, তার শারীরিক গঠনও ভালো এবং শারীরিক অবস্থায় সে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। অনুশীলনে সে ২০ বছরের বালকের মতোই অনুশীলন করে।’
হারের ফলে শেষ আটে ওঠা অ্যাতলেতিকো মাদ্রিদের জন্য কঠিন হয়ে গেলো। পরের ম্যাচটি চেলসি নিজেদের মাঠে খেলবে। আর এ ম্যাচে অ্যাওয়ে ম্যাচের গোল চেলসি বড় একটা সুবিধাজনক অবস্থায় রাখবে।
ম্যাচ হারলেও এখনই হাল ছাড়ছেন না অ্যাতলেতিকো মাদ্রিদ গোলরক্ষক ইয়ান ওবলাক। এ ব্যর্থতাকে পেছনে ফেলে তিনি দ্বিতীয় লেগের জন্য প্রস্তুতি নিচ্ছেন। বলেন, ‘ড্রেসিং রুমে আমি খেলোয়াড়দের মধ্যে কোনো হতাশা দেখিনি। আমি নিশ্চিত পরের ম্যাচ আমরা ঠিকই ঘুরে দাঁড়াব। আশা করছি কঠিন এ পরিস্থিতি মোকাবেলা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব।’
/এসএইচ/