আজ বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর তৃতীয় মৃত্যুবার্ষিকী। ২০১৮ সালের (২৪ ফেব্রুয়ারি) দুবাইয়ের পাঁচ তারকা হোটেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। কিংবদন্তি অভিনেত্রীর মৃত্যুর এই দিনটিতে পরিবারের পক্ষ থেকে রাখা হয় পূজার আয়োজন। পরিবারের সবাই চেন্নাইয়ের বাড়িতে একসঙ্গে শ্রীদেবীর জনপ্রিয় সব গানের সঙ্গে পারফর্ম করবে।
শ্রীদেবীর মৃত্যুর পর থেকেই মেয়ে জাহ্নবী কাপুর ও খুশি কাপুর এই দিনে তার মায়ের গানে পারফর্ম করে থাকেন। শ্রীদেবীর মৃত্যুর পর প্রতিবছরই হিন্দি পঞ্জিকার তারিখ অনুযায়ী তার আত্মার শান্তি কামনা করে পরিবার থেকে তিথির পূজা পালন করা হয়। এ বছরের (২২ ফেব্রুয়ারি) তার জন্য পরিবার থেকে এই পূজার আয়োজন করা হয়েছিল। এ ছাড়া হিন্দি পঞ্জিকার নিয়ম অনুযায়ী গত বছরের ৪ মার্চ তার জন্য এই পূজাটি পালন করা হয়।
শ্রীদেবীর মৃত্যুর কিছুদিন পরই জাহ্নবী কাপুর বলিউডে পা রাখেন। তার প্রথম সিনেমার নাম 'ধড়ক'। এই সিনেমায় জাহ্নবী কাপুরের বিপরীতে অভিনয় করতে দেখা যায় ঈশান খট্টরকে।
শ্রীদেবী বলিউডের অন্যতম সুন্দরী নায়িকা । তিনি সব সময় তার দুই কন্যা জাহ্নবী ও খুশিকে সবকিছু সম্পর্কে সচেতন রাখার চেষ্টা করতেন। শ্রীদেবী সৌন্দর্য রক্ষার জন্য নিজেই তার মেয়েদের পরামর্শ দিতেন। মায়ের দেয়া সেই উপদেশই জাহ্নবী ও খুশি মেনে চলার চেষ্টা করছেন।
সূত্র : বলিউড হাঙ্গামা