আসামের গভর্নর জগদীশ মুখীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতে দায়িত্বরত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মাদ ইমরান। আজ (২৩ ফেব্রুয়ারি) রাজ ভবনের সাক্ষাতে দ্বিপাক্ষিক স্বার্থের বেশকিছু বিষয় নিয়ে কথা বলেছেন দুই পক্ষের প্রতিনিধি।
আসাম এবং বাংলাদেশের পারস্পারিক স্বার্থের বিষয়ে গভর্নর মুখী জোর দিয়ে বলেন, স্থলপথে দুই দেশের বাণিজ্যের সর্বোচ্চ সম্ভাবনা অর্জন করতে হবে। ভারত এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিবেচনা করে মুখী মন্তব্য করেন, বর্তমানে রপ্তানির ওপর কিছু বিধিনিষেধ রয়েছে। তিনি আরো বলেন, রপ্তানি করা যাবে না এমন বিষয়েও আলোচনা চলছে। ইন্দো-শ্রীলঙ্কান মুক্ত বাণিজ্য চুক্তির পাশাপাশি, বাংলাদেশের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এটি উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে স্থলপথে বাণিজ্যের সুবিধা বাড়াবে।
বাংলাদেশের হাইকমিশনার আশ্বাস দিয়ে বলেন, তিনি প্রাসঙ্গিক বিষয় নিয়ে ঢাকায় তার সরকারের সঙ্গে আলোচনা করবেন। এসময়, তার সঙ্গে সহকারী হাইকমিশনার ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুরও উপস্থিত ছিলেন।
/এফসি/