তিনটি করে ওয়ানডে এবং টি-২০ ম্যাচে অংশ নিতে নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার বিকেল চারটায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়ে তারা। বাংলাদেশ সময় ভোরে ক্রিকেটারদের নিউজিল্যান্ড পৌঁছানোর কথা।
নিউজিল্যান্ড সফরের আগে এবার বাংলাদেশ সেভাবে নিজেদের প্রস্তুত করতে পারেনি। অনুশীলনের জন্য প্রয়োজনীয় সময় পায়নি ক্রিকেটাররা। দিন কয়েক আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা শেষ করেছে তামিম ইকবালরা। সিরিজ শেষে কয়েকদিনের বিশ্রামের পর নিউজিল্যান্ড রওনা হলো তারা।
দেশে অনুশীলনের সুযোগ না পেলেও নিউজিল্যান্ডে ক্রিকেটাররা লম্বা একটা সময় অনুশীলনের সুযোগ পাচ্ছে। প্রায় এক মাস পর শুরু হবে মূল সফর। প্রয়োজনীয় স্বাস্থ্য বিধি মানার পরও সেখানে ক্রিকেটাররা দুই সপ্তাহের বেশি সময় অনুশীলন করতে পারবে।
২০ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে হবে ডুনেডিনে। দ্বিতীয় ম্যাচে ২৩ মার্চ ক্রাইস্টচার্চে। শেষ ওয়ানডে ২৬ মার্চ।
২৮ মার্চ হ্যামিল্টনে শুরু হবে টি-২০। দ্বিতীয় টি-২০ ম্যাচ ৩০ মার্চ। আর ১ অকল্যান্ডে হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০।
দল: তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, রুবেল হোসেন ও নাসুম আহমেদ।
/এসএইচ/