পাগলের বেশ ধরে ভিক্ষা চাওয়ার ছলে নারীদের স্পর্শকাতর স্থানে কৌশলে হাত দিতেন ভবঘুরে ইব্রাহিম ফরাজি। তরুণী ও মধ্যবয়সী নারীরা ছিলেন তার টার্গেটে। সুযোগ পেলে চুরিও করতেন। দীর্ঘদিন ধরে বরিশাল নগরীতে এসব অপকর্ম করে আসার পর গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
ইব্রাহিম ফরাজি পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে একটি পুরোনো চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশের জিজ্ঞাসাবাদে ছদ্মবেশ ধারণসহ নারীদের উত্ত্যক্ত করার কথা স্বীকারও করেছেন ইব্রাহিম।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, ইব্রাহিম ফরাজি পাগলের বেশ ধরে নারীদের উত্ত্যক্ত করলেও তার মূল পেশা চুরি। বিনোদনকেন্দ্র (পার্ক) ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে বিএম কলেজ ক্যাম্পাসে ঘোরাঘুরি করতেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠানের মেয়ে শিক্ষার্থীদের গা ঘেঁষে চলাসহ তাদের কাছাকাছি গিয়ে কৌশলে স্পর্শকাতর স্থানে হাত দিতেন। তবে তার লক্ষ্য ছিল, সুযোগ বুঝে চুরি করা। সর্বশেষ সোমবার (২২ ফেব্রুয়ারি) ব্রজমোহন কলেজ ক্যাম্পাসে অনার্স তৃতীয় বর্ষের এক ছাত্রীর শরীরে হাত দিলে তাকে ধাওয়া দিয়ে বের করে দেন শিক্ষার্থীরা। একই ধরনের আরও অনেক অভিযোগ পাওয়া গেছে ইব্রাহিমের বিরুদ্ধে।
তিনি জানান, নিগ্রহের শিকার একাধিক নারী ইব্রাহিমের ছবিসহ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চান। বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খানের নজরে এলে তার নির্দেশে ইব্রাহিমকে গ্রেপ্তার করে মিডিয়া সেল।
/এআর/