বিবাহবিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহান। ফেক নিউজ, ফেক নিউজ, একেবারেই ফেক নিউজ, ঠিক এই ভাষাতেই ডিভোর্সের নোটিশ পাওয়ার খবরটিকে ফুঁ দিয়ে উড়িয়ে দিয়েছেন টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান৷ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) এক প্রেস বিবৃতিতে নুসরাত বলেন, সংবাদমাধ্যমে ডিভোর্সের নোটিশ পাওয়া সম্পর্কীত খবর প্রকাশিত হয়েছে৷ খবরটি একেবারেই সত্যি নয়৷ এই খবরের কোনো ভিত্তিই নেই৷ সংবাদমাধ্যমকে সঠিক তথ্য নিয়েই সংবাদ পরিবেশনা করা উচিত৷ ফেক নিউজকে প্রশয় দেওয়াটা একেবারেই কাম্য নয়৷
প্রসঙ্গত, সোমবার রাতে লেখা হয়েছিল, স্বামী নিখিল জৈন নুসরতের কাছে বিবাহবিচ্ছেদ চাইছেন। মঙ্গলবার নুসরাতের বক্তব্যের পর নিখিলের জবাব, বিবাহবিচ্ছেদ নিয়ে এই মুহূর্তে কোনো কথা বলতে পারছেন না। তবে সময় এলেই বলবেন। অর্থাৎ, নিখিল ওই বিষয়ে হ্যাঁ যেমন বলেননি, তেমনই সরাসরি না-ও বলেননি। নিখিল এখন কলকাতার বাইরে রয়েছেন। শহরে ফিরে ওই বিষয়ে মুখ খুলতে পারেন বলে নিখিলের ঘনিষ্ঠরা মনে করছেন।
এদিকে পশ্চিমবঙ্গে ভোটের হাওয়ায় ক্রমশই উত্তাপ বাড়ছে রাজনীতিতে। কোমর বেঁধে পক্ষে-বিপক্ষে নেমে পড়েছেন রাজনৈতিক নেতা-মন্ত্রীরা। নানা ইস্যুতে চলছে দড়ি টানাটানি। বিশেষত বিজেপি-তৃণমূল একেবারে যুযুধান প্রতিপক্ষ। এই পরিস্থিতিতে ফের নতুন করে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন বসিহাটের তৃণমূল কংগ্রেসের সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহান।
এই অবস্থায় বি জে পি এবং তৃণমূল কংগ্রেসের, কার জনসভায় কত লোক, সেই নিয়ে তরজা নতুন কিছু নয়। কিন্তু সেই জনসভায় মানুষজন কেন আসছেন বা এত মানুষের ভিড় কী করে হচ্ছে, বিজেপিকে তোপ দেগে তার প্রমাণস্বরূপ একটি ভিডিও শেয়ার করেছেন তৃণমূল সাংসদ নুসরাত জাহান। গেরুয়া শিবিরের বিরুদ্ধে টাকা দিয়ে জনসাধারণকে মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন বসিরহাটের সাংসদ।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ভোটে বিজেপি-তৃণমূল দু’পক্ষই এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। সেই পরিপ্রেক্ষিতেই গেরুয়া শিবিরকে বিঁধতে কোনোরকম সুযোগ ছাড়েননি তৃণমূলের সাংসদ নুসরাত জাহান। এই ভিডিওর পর নুসরাত আরও একটু টুইট করেছেন। যেখানে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যের একটি টুইটের ছবি শেয়ার করে অভিনেত্রী ব্যঙ্গ করে ক্যাপশনে লিখেছেন, অবশেষে বিজেপি সত্যি বলছে।
এর মধ্যে নুসরাত তার সম্ভাব্য বিবাহবিচ্ছেদের খবরকে নস্যাৎ করে দিলেও ওয়াকিবহালরা কয়েকটি বিষয় এড়িয়ে যেতে পারছেন না। প্রথমত, বেশ কিছুদিন ধরে নুসরাত-নিখিল একসঙ্গে থাকেন না। এই মুহূর্তে সাংসদ-অভিনেত্রীর ঠিকানা তার বালিগঞ্জের বাড়ি। সেখানে মা, বাবা এবং বোনের সঙ্গেই থাকছেন তিনি। এমনকি, নুসরাতের জন্মদিনের অনুষ্ঠানেও নিখিল যান নি। বরং দেখা গেছে নুসরাতের বন্ধু, যশ দাশগুপ্তকে। কিছুদিন আগেই মুক্তিপ্রাপ্ত ব্রাত্য বসুর ছবি ডিকশনারি-র প্রিমিয়ারেও ছবির নায়িকা নুসরতের সঙ্গে নিখিলকে দেখা যায়নি। উল্টে যশ দাশগুপ্তকে সঙ্গে নিয়েই নুসরাত সামনে এসেছিলেন। ওয়াকিবহাল মহলের বক্তব্য, নিখিলের নুসরাতের ধারেপাশে না-থাকা আর যশের বেশি বেশি করে থাকাই বুঝিয়ে দিচ্ছে, নিখিলের সঙ্গে নুসরাতের সম্পর্ক আর আগের মতো নেই। নুসরাতের এই মুহূর্তের বন্ধু, যশ আবার ক দিন আগে বিজেপিতে যোগ দিয়েছেন।
/পিবি/শাআ/