ইসলামি ব্যাংকিং সেবাকে সম্প্রসারিত করতে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের আরো ছয়টি শাখায় ইসলামি ব্যাংকিং উইন্ডো সেবার চালু হয়েছে। শাখাগুলো হচ্ছে, ঢাকার উত্তরা ও কাকরাইল, ময়মনসিংহ, বরিশাল, খুলনা এবং বগুড়া।
এ নিয়ে ২০টি শাখায় এই উইন্ডো সেবা চালু হলো। সব ধরনের ইসলামি ব্যাংকিং সেবা দিচ্ছে উইন্ডোগুলো।
সম্প্রতি প্রধান কার্যালয়ে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ফিতা কেটে নতুন শাখাগুলোতে উইন্ডো সেবার উদ্বোধন করেন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম রিয়াজুল করিম। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপকরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
/এআর/