ভাট পরিবারের ছোট মেয়ে অভিনেত্রী আলিয়া ভাট। বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রীর সঙ্গে কাপুর পরিবারের সম্পর্কটা দিনদিন আরো ঘনিষ্ঠ হচ্ছে। যার কারণ অভিনেতা রণবীর কাপুর। আলিয়া ও রণবীর কাপুরের প্রেমের সম্পর্কের কথা এখন বলিউডের সবারই জানা। আলিয়াকে কাপুর পরিবারের সব প্রোগ্রামে উপস্থিত হতে দেখা যায়।
কাপুর পরিবারের মেয়ে ও নবাব পরিবারের বৌ বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান গত রবিবার (২১ ফেব্রুয়ারি) দ্বিতীয় বারের মতো ছেলে সন্তানের জন্ম দেন। সন্তান জন্ম হওয়ার পর থেকেই অভিনন্দন ও ভালোবাসায় ভাসছেন সাইফ পত্নী কারিনা। এরই ধারাবাহিকতায় এবার কারিনা কাপুরের পরিবারকে শুভেচ্ছা জানালেন ভাট কন্যা আলিয়া ভাট। আলিয়া কারিনার পরিবারকে শুভেচ্ছা জানিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, অভিনন্দন বেবো, সাইফ এবং আমার ছোট টিমটিম। তৈমুরের ছোট ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য আমি আর অপেক্ষা করতে পারছিনা।
কারিনা বর্তমানে ছোট ছেলেকে নিয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রয়েছেন। সন্তান জন্ম দেয়ার পর হাসপাতালে কারিনার পরিবারের সদস্য রণবীর কাপুর, ববিতা কাপুর, কারিশমা কাপুরকে আসতে দেখা যায়। এ ছাড়া প্রতিদিনই স্বামী সাইফ আলী খান ও ছেলে তৈমুর আলী খানকে উপস্থিত হতে দেখা যায়। তবে সাইফ আলী খান ও কারিনা কাপুর দুই জনই তাদের ছোট ছেলেকে লাইমলাইট থেকে দূরে রাখতে চায়।
সূত্র : বলিউড হাঙ্গামা