পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে শেষ ম্যাচ ঝড় তুলেই থেমে যেতে হলো ক্রিস গেইলকে। জাতীয় দলের ডাকে পিএসএলের মাঝ পথে দেশে ফিরে গেলেন তিনি। তবে পাকিস্তান ঘরোয়া ক্রিকেটে আবার ফিরে আসার সম্ভাবনা একেবারেই শেষ হয়ে যায়নি তার। জাতীয় দলের হয়ে দায়িত্ব শেষে আবার পিএসএলে যোগ দেবেন।
ওয়েস্ট ইন্ডিজ আগামী মাসের প্রথম সপ্তায় দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি-২০ ম্যাচের সিরিজ খেলবে। আগামী মাসের ৪, ৬ ও ৮ মার্চ ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। এ সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ক্রিস গেইলকে ডেকে পাঠিয়েছে।
এবারের পিএসএলে গেইল দুটো ম্যাচ খেলেছেন। শেষ ম্যাচ ব্যাট হাতে ঝড় তুলে ৪০ বলে ৬৮ রান করেন। আগের ম্যাচে ২৪ বলে করেছিলেন ৩৯ রান। তবে কোনো ম্যাচেই তার দল জয় পায়নি। দেশের ফেরার আগে গেইল বলেন, ‘এখন পিএসএল ছেড়ে যাওয়টা দুঃখজনক। কারণ আমি পুরো মৌসুম খেলতে চেয়েছিলাম। আমার ইচ্ছা ছিল পিএসএলে আধিপত্য নিয়ে খেলা। ভক্তদের আনন্দ দেয়া। কিন্তু তা আর হলো না। আশা করছি শেষ দিকে আবার দলে যোগ দিতে পারবো।
/এসএইচ/