লালমনিরহাট সদর থানায় আসামি ধরতে গিয়ে গুলিভর্তি ম্যাগজিন ‘হারিয়ে’ ফেলেন এসআই খালেকুল বাদশা। এর ২৭ দিন পর এক পথচারীর সহায়তায় ম্যাগজিনসহ গুলি উদ্ধার হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে শহরের কলেজ বাজার এলাকায় এক পথচারী পলিথিনে মোড়ানো গুলির মতো কিছু একটা দেখতে পেয়ে আশপাশের কয়েকজনকে ডেকে তা শনাক্ত করার চেষ্টা করেন। পরে ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে বিষয়টি জানানো হলে লালমনিরহাট সদর থানা-পুলিশ ম্যাগজিনসহ গুলি উদ্ধার করে।
এর আগে লালমনিরহাট সদর থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) খালেকুল বাদশা আসামি ধরতে গিয়ে গত ২৭ জানুয়ারি ম্যাগজিনসহ ৮টি গুলি হারিয়ে ফেলেন। সে রাতেই একটি উদ্ধার হলেও বাকি ৭টি উদ্ধার করতে পারেনি পুলিশ। গুলি হারানোর অভিযোগে ওই এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
লালমনিরহাট জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার রাতে ওয়ারেন্ট ছাড়া শহরের কলেজ বাজার এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে যান বাদশা। উঠিয়ে নিয়ে আসার সময় ওই ব্যক্তি পালিয়ে যায়। এরপর থেকে তার সঙ্গে থাকা আটটি গুলিভর্তি ম্যাগজিনও খুঁজে পাওয়া যাচ্ছে না।
পুলিশ সুপার এর আগে জানান, ম্যাগজিন হারানোর বিষয়ে বাদশা সন্তোষজনক উত্তর দিতে না পারায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। ম্যাগজিন উদ্ধারের চেষ্টা চলছে।
/আরআর/