আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী ৪৮ ঘণ্টায় রাত ও দিনের তাপমাত্রা আরো বাড়তে পারে। বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
তাপমাত্রা
সোমবার সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।
সূর্যোদয় ও সূর্যাস্ত
মঙ্গলবার ঢাকায় সূর্যোদয় হয় ভোর ৬টা ২৬ মিনিটে। সূর্যাস্ত হবে ৫টা ৫৮ মিনিটে৷
বৃষ্টি
সোমবার দেশের কোথাও বৃষ্টি রেকর্ড করা হয়নি।
/ওআর/