ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের চর শিবরামপুরের বিপুল অ্যাগ্রো ফার্মের কৃষিশ্রমিক জিনারুল ইসলাম শুকুরকে (৩৩) সহযোগীদের নিয়ে হত্যা করে তার জমানো টাকা হাতিয়ে পালিয়ে গেছেন আরেক শ্রমিক আলভী (৩৫)।
নিহত জিনারুল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার সাহেবপুর গ্রামের মো. কাবুল মণ্ডলের ছেলে। পলাতক আলভীর পুরো পরিচয় জানা যায়নি।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নিহত শ্রমিকের মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পালিয়ে যাওয়া আলভীকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) শহীদুল ইসলাম। তিনি জানান, নিহত শ্রমিক ওই ফার্মে শুকুর নামে পরিচিত হলেও আঙ্গুলের ছাপ শনাক্ত করে পিবিআই জেনেছে, তার প্রকৃত নাম জিনারুল ইসলাম।
ফার্মের মালিক বিপুল ঘোষ জানান, গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে জিনারুল এ ফার্মে মাসিক নয় হাজার টাকা বেতনে খামারের বিভিন্ন কাজ করতেন। কাজ শুরুর পর বাড়িতে যাননি তিনি। তার এক ভাতিজা বিদেশে যাবে, সেজন্য বেতনের টাকা খরচ না করে জমাতেন তিনি। আলভী অন্য কারো সহযোগিতায় জিনারুলকে হত্যার পর তার জমানো টাকা নিয়ে পালিয়ে গেছেন।
পরিদর্শক (অপারেশন) শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। নিহতের কোনো স্বজন এখানে এসে মামলা না করলে ওই ফার্মের মালিককে বাদী করা হবে।
/এআর/