দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণকারী মানুষের সংখ্যা ২৩ লাখ ছাড়িয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) টিকা নিয়েছে দুই লাখ ২৫ হাজার ২৮০ জন। ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশে জাতীয় পর্যায়ে প্রয়োগ শুরু হয় ৭ ফেব্রুয়ারি। এ পর্যন্ত টিকা নিয়েছেন ২৩ লাখ আট হাজার ১৫৭ জন।।
সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস (মেডিকেলে ইনফরমেশন সার্ভিসেস) বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত যারা টিকা নিয়েছেন, তাদের ৬০৯ জনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।
এদিন ঢাকা মহানগরের ৪৭টি হাসপাতাল থেকে ২৯ হাজার ৪৪১ জন টিকা নিয়েছেন। সবচেয়ে বেশি দুই হাজার ৩৮৪ জন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে টিকা নিয়েছেন।
বিভাগ ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৬৯ হাজার ৯৩৮ জন টিকা নিয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া ময়মনসিংহে ১০ হাজার ১৪ জন, চট্টগ্রামে ৪৯ হাজার ২৮১ জন, রাজশাহীতে ২২ হাজার ৬৭০ জন, রংপুরে ২০ হাজার ৩১৮ জন, খুলনায় ৩০ হাজার ৪৬৬ জন, বরিশালে ১০ হাজার ৬৩১ জন এবং সিলেট বিভাগে ১১ হাজার ৯৬২ জন টিকা নিয়েছেন।
করোনাভাইরাস মোকাবিলায় দেশের ১৩ কোটির বেশি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করেছে সরকার। আট সপ্তাহের ব্যবধানে এই টিকার দুটি ডোজ নিতে হবে। সরকার বিনামূল্যে এই টিকা দিচ্ছে। ছুটির দিন ছাড়া টিকাদান কেন্দ্রগুলোতে প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চলছে টিকা দেওয়া হয়।
/এসআইএম/শাআ/