টুলকিট মামলায় পরিবেশকর্মী দিশা রবিকে ফের একদিনের পুলিশি হেফাজাতের নির্দেশ দিয়েছে দিল্লি আদালত। সোমবার আদালতে দিশা রবিকে জিজ্ঞাসাবাদের জন্য আরও ৫ দিনের হেফাজতের আবেদন করেছিল পুলিশ। সেই পরিপ্রেক্ষিতে পুলিশ জানিয়েছিল, টুলকিট মামলায় অন্যতম দুই অভিযুক্ত সমাজকর্মী নিকিতা জ্যাকব এবং শান্তনু মুকুলের সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য দিশা রবিকে হেফাজতে নেয়া প্রয়োজন। কিন্তু দিশা রবির আইনজীবী সিদ্ধার্থ আগারওয়াল পুলিশের দাবি বিরোধিতা করে বলেছেন, ইতোমধ্যে দিশা রবিকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অবশেষে দিশাকে একদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ১৩ ফেব্রুয়ারি কৃষক আন্দোলনের সমর্থনে পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের টুলকিট শেয়ার করার অভিযোগে দিশা রবিকে গ্রেফতার করেছিল পুলিশ। এরপরেই সমাজকর্মী নিকিতা জ্যাকব এবং শান্তনু মুকুলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্ট জারি করে পুলিশ। তবে নিকিতা জ্যাকব এবং শান্তনু মুকুলের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে আদালত।
/পিএম/