পটুয়াখালী জেলার বাউফলে আওয়ামী লীগের দুই গ্রপের সংঘর্ষে পৌর আওয়ামী লীগের সভাপতি এবং নাজিরপুর ইউনিয়ন চেয়ারম্যান ইব্রাহিম ফারুক গুরুতর আহত হয়েছেন।
রোববার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার পাবলিক মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাউফল পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জিয়াউল হক জুয়েল সমর্থিত ছাত্রলীগের একটি মিছিল পাবলিক মাঠ অতিক্রম করা সময় স্থানীয় সাংসদ আসম ফিরোজ সমর্থিত নেতাকর্মীদের সঙ্গে সংর্ঘষ বাঁধে।
এ সময় পৌর আওয়ামীলীগ সভাপতিসহ দুইজন আহত হন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনণ পুলিশ মাঠে কাজ করছেন। যে কোন অপ্রীতিকর ঘটনা ঠেকাতে তারা তৎপর রয়েছেন। তিনি আরো জানান, এ ব্যাপরে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।