বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী ড. দীপু মনির ঘোষণার পরে এ সিন্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
তারা বলেন, আমরা সরকারের এ সিন্ধান্ত মানি না। হল না খোলা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। মঙ্গলবার (২৩ ফেব্রয়ারি) বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচির বিষয়ে জানিয়ে দেয়া হবে।
এ বিষয়ে উাপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম বলেন ‘হল খোলার ব্যাপারে সরকার যে সিন্ধান্ত গ্রহণ করেছে সেটাই চূড়ান্ত। আগামীকাল ডিনস কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। সভায় চূড়ান্ত সিন্ধান্ত প্রদান করা হবে।’
ক্যাম্পাস সূত্রে জানা যায়, সোমবার (২২ ফেব্রæয়ারি) দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীরা ক্যাম্পাসের ডায়না চত্বর থেকে হল খোলার দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করে। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। সেখানে ঘন্টা খানেক অবস্থানের পর শেখ রাসেল হলের সামনে অবস্থান করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি, আবাসিক হল বন্ধ রেখে বিভিন্ন বিভাগের পরীক্ষা গ্রহণ করা চলবে না। আমরা ক্যাম্পাসের পার্শবর্তী এলাকার মেসে মানবেতর জীবন যাপন করছি।
এছাড়া মেসের ভাড়া বৃদ্ধি করেছে মেস মালিকরা। ক্যাম্পাসের বাইরে আমাদের কোন নিরাপত্তা ব্যবস্থা নেই। অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেয়ার জোর দাবি জানাই। হল না খোলা পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত রাখা হবে।