হল ও বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রসাশনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে হল খোলার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।
সোমবার (২২শে ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় হল ও বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার দাবিতে সন্ত্রাসীবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। সমাবেশে হল খুলে দেয়ার দাবি জানিয়ে, ‘দাবি মোদের একটাই, হল সব খোলা চাই’, ‘এক দফা এক দাবি, হল খুলবে ফেব্রুয়ারি’ বলে শ্লোগান দিতে থাকেন তারা।
সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী জুনায়েদ হাসান খান বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে হল খোলার আন্দোলন করছি। আমরা চাই হল খোলা হোক। সার্বিক দিক বিবেচনা করে আগামী ৭২ ঘণ্টার মধ্যে একটি যৌক্তিক সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ আসুক।
সমাবেশ শেষে শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামানের কার্যালয়ের অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে যান। পরে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে বৈঠকে বসেন।
/আরইউ/