আমির খান ও পরিচালক রাজকুমার হিরানীর একসঙ্গে প্রথম কাজ করেন ‘থ্রি ইডিয়টস’ সিনেমায়। বলিউডের ইতিহাসের সবচেয়ে ব্যবসা সফল সিনেমার তালিকায় নাম লেখায় এটি। আমির খান ও পরিচালক রাজকুমার হিরানীর দ্বিতীয় সিনেমা পিকে। বলিউডের জনপ্রিয় এই সিনেমাটি ২০১৪ সালে মুক্তি পায়।
‘থ্রি ইডিয়টস’ সিনেমার ব্যাপক সফলতার পর হিরানী ও আমির খানের দ্বিতীয় সিনেমা পিকেও হয় ব্যবসাসফল । ‘পিকে’ সিনেমাকে বলিউডের জনপ্রিয় ১০টি সিনেমার মধ্যে একটি বলে বিবেচিত।
এবার ‘পিকে’র দ্বিতীয় সিক্যুয়েলে পরিবর্তন আসার গুঞ্জন শোনা যাচ্ছে। প্রথমে সিক্যুয়েলে আমির খানের জায়গায় এবার রণবীর কাপুর অভিনয় করবেন বলে বলিউডে গুঞ্জন শুরু হয়েছে। ‘পিকে’ সিনেমার শেষের দিকে দর্শক আমির খানের সঙ্গে রণবীর কাপুরকে ভিনদেশ থেকে আসতে দেখেন। যেখানে রণবীর কাপুরকে এলিয়েনের চরিত্রে দেখা যায়। এই ক্যামিও চরিত্রের কথা মাথায় রেখেই হিরানীর পিকে সিক্যুয়েলে আমির খানের জায়গায় রণবীর অভিনয় করবে বলে ধারণা করা হচ্ছে। তবে রণবীরের অভিনয়ের বিষয়টি অনেকটাই নিশ্চিত বলে জানিয়েছেন প্রযোজক বিধু বিনোদ চোপড়া। চোপড়া বলেন, ‘আমির খানের পিকে সিনেমার দ্বিতীয় পর্ব নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি আমরা। সঠিক সময়েই সিনেমাটি আমরা নির্মাণ করব।’ তিনি আরো বলেন, ‘অভিজিৎ জোশি সিনেমাটির কাহিনি লেখা শেষ করলেই আমরা দ্বিতীয় পর্ব নির্মাণের কাজ শুরু করব।’
প্রসঙ্গত, রাজকুমার হিরানী সর্বশেষ সাঞ্জু সিনেমা পরিচালনা করেন। এই সিনেমায় রণবীর কাপুরকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যায়। সিনেমাটি বলিউড তারকা সঞ্জয় দত্তের জীবনের ওপর নির্মাণ করা হয়।
সূত্র: বলিউড হাঙ্গামা