হল খুলে দেয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে তিনটার দিকে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করা শুরু করেন।
হল খোলার দাবিতে নানা স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। ‘এক দফা এক দাবি, হল খুলবে ফেব্রুয়ারি’ ‘মোদের দাবি একটাই হল সব খোলা চাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।
এর আগে রোববার বিশ্ববিদ্যালয় ও হল খোলার দাবিতে আজকের এ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।
কর্মসূচির আগে সোমবার (২২ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ (বন্ধ) হলে জোর করে ঢুকে পড়েন কিছু শিক্ষার্থী। এর কিছুক্ষণ পর অমর একুশে হলের সামনে ভিড় করেন শিক্ষার্থীরা। পরে তারা ছবি তুলে চলে যান।
বিকাল চারটায় শেষ খবর পাওয়া পর্যন্ত রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলছে।
আরো পড়ুন: এবার ঢাবির শহীদুল্লাহ হলে জোর করে ঢুকলো শিক্ষার্থীরা
/ওআর/