নিউজিল্যান্ড সফরে টি-২০ সিরিজের শুরুতেই ধাক্কা হজম করতে হলো সফরকারী অস্ট্রেলিয়াকে। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৫৩ রানে হেরেছে তারা। নিউজিল্যান্ডের করা ১৮৪ রানের জবাবে অস্ট্রেলিয়া ১৭.৩ ওভারে ১৩১ রানে সব উইকেট হারায়। ডেনভ কনওয়ের ঝড়ো ব্যাটিংয়ের (৯৯*) পাশাপাশি ইস সোধির বিধ্বংসী বোলিংই (৪ উইকেট) নিউজিল্যান্ডকে বড় জয় এনে দেয়।
ক্রাইস্টচার্চে টস হেরে প্রথমে ব্যাট হাতে নেমেছিল নিউজিল্যান্ড। শুরুতেই বিপদে পড়ে নিউজিল্যান্ড। দলীয় ১১ রানে দুই ওপেনারের বিদায়ের পর ১৯ রানে আউট হন দলীয় অধিনায়ক কেন উইলিয়ামসন (১২)। দলের চরম বিপদের সময় ক্রিজে এসেছিলেন ডেভন কনওয়ে। দুই ওপেনার তৃতীয় ওভারের শুরুতেই আউট হয়ে গেলে টু ডাউন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসেন কনওয়ে। ব্যাট হাতে নেমেই আবার বড় ধাক্কা সামাল দিতে হয় তাকে।
কনওয়ে আসার আগে ফিরে গেছেন মার্টিন গাপটিল (০) ও টিম সেইফার্ট (১)। কনওয়ে আসতে না আসতে বিদায় নেন অধিনায়ক কেন উইলিয়ামসন (১২)। তারপর একাই লড়ে গেছেন। মাঝে সঙ্গী হিসেবে পেয়েছেন গ্লেন ফিলিপস (৩০), জেমস নিশা (২৬) ও মিচেল স্যান্টনার (৭*)। নিজের নামের পাশে লিখিয়েছেন অপরাজিত ৯৯ রান। ৫৯ বলে এ রান করেন তিনি।
মূলত অস্ট্রেলিয়ার ইনিংস শুরুর সঙ্গে সঙ্গে নিউজিল্যান্ডের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। ১৯ রানে পৌঁছাতে অস্ট্রেলিয়ার চার ব্যাটসম্যান বিদায় নেন। অস্ট্রেলিয়া শিবিরে এই ধাক্কাটা দেন দুই পেসার টিম সাউদি ও ট্রেন্ট বুল্ট। দুইজনের দুটি করে উইকেট নেন। অস্ট্রেলিয়ার ইনিংস ধ্বংস্তুতে পরিণত করার বাকি কাজটুকু করেন ইস সোধি। ২৮ রানে ৪ উইকেট নেন তিনি। স্বাভাবিকভাবে ডেভন কনওয়ে ম্যাচ সেরা হন।
/এসএইচ/