জাপানের ১২টি প্রতিষ্ঠান মিলে চীনা কোম্পানির সঙ্গে বাণিজ্যের একটি নীতি তৈরি করেছে। উইঘুরদের ওপর চীনা নিপীড়নের প্রতিবাদ জানাতে তারা চীনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাণিজ্য না করার সিদ্ধান্ত নিয়েছেন।
উইঘুরদের ওপর চীনা নিপীড়নের প্রতিবাদে সবসময়ই সরব ছিল জাপান। গত বছর প্রকাশিত এক প্রতিবেদনে অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট এমন ৮০টি বৈশ্বিক প্রতিষ্ঠান চিহ্নিত করেছে যাদের পণ্যের মাধ্যমে চীনে উেইঘুর নিপীড়ন হয়।
সম্প্রতি জাপানের ১৪ টি প্রতিষ্ঠানকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়। প্যানাসনিক ছাড়া কেউ কোনও মন্তব্য করেনি। সব প্রতিষ্ঠানটি চীনা কোম্পানির সঙ্গে সংশ্লিষ্টতা অস্বীকার করেছে।
তোশিবা জানায়, তারা গবেষণার সত্যতা নিশ্চিত করতে পারছৈ না। তবে এই বছরের শেষে তারা চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে। ১২ প্রতিষ্ঠানের মধ্যে আরও আছে সনি, ইউনিক্লো, হিটাচি।
মুজি ব্র্যান্ড স্টোর চেইন অপারেটর রিওহিন কেকাকু জানা, আমাদের তুলা ও অন্যান্য পণ্য তৃতীয় পক্ষের মাধ্যমে চীনে যায়। আমরা পাঠাই না।
অস্ট্রেলীয় ফার্মটি জানিযেছে, এই প্রতিষ্ঠানটি থেকে তুলা নিয়ে শিনজিয়াং কটন নামে তুলা বিক্রি করে চীন।
সূত্র: জাপান টািইমস
/এমএইচ/