প্রশাসনের পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেয়েদের হলে তালা লাগিয়ে দেওয়ার পর আবারও তালা ভেঙে হলে প্রবেশ করছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা।
এর আগে পরিবহন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেয়েদের হলের রাস্তা হয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে এসে শেষ হয়। এর পর পরই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হলের তালা আবারও ভেঙে ভেতরে প্রবেশ করে।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হল ত্যাগের প্রজ্ঞাপণের প্রতিবাদে ৪ দফা কর্মসূচি পেশ করেছেন শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে মেয়েদের হলগুলোর তালা ভেঙে হলে প্রবেশ করছেন শিক্ষার্থীরা। একে একে সবগুলো হলের তালা ভাঙ্গা হবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।
প্রসঙ্গত, এর আগে ২০ ফেব্রুয়ারি বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছেলেদের ৮ টি ও মেয়েদের ৮ টি হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। ছেলেদের হলগুলোতে শিক্ষার্থীরা অবস্থান করলেও মেয়েদের হলে তালা লাগিয়ে দেন প্রশাসন।
/আরআর/