দিনাজপুর শহরের গনেশতলার সংগীত কলেজের গলিতে চোর সন্দেহে এক তরুণকে আটক করে নির্যাতনের ঘটনা ঘটেছে।
রোববার (২১ ফেব্রুয়ারি) ভোরে নির্মম ঘটনা ঘটে। খবর পেয়ে আহত তরুণকে উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ।
স্থানীয়রা জানান, ভোরে কলেজের গলিতে নির্মাণাধীন একটি ভবনের গোডাউনের ৪টি তালা ভেঙে লোহার রড নিয়ে যাবার সময় তাকে আটক করা হয়। এসময় গণপিটুনির শিকার হয়েছে সে। এক পর্যায়ে তাকে বৈদুতিক পিলারে বেঁধে নির্যাতন করে স্থানীয়রা।
কোতয়ালী থানার ইন্সপেক্টর আসাদুজ্জামান জানান, নির্যাতনের শিকার তরুণের নাম রবি । তিনি শহরের বাহাদুরবাজার মহল্লার বাসিন্দা মৃত ছোটনের ছেলে। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে হেফাজতে নেওয়া হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে মামলা রয়েছে। তবে দুপুর পর্যন্ত তার বিরুদ্ধে কেউ মামলার করেনি।
/আরআর/