ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বোয়িং-৭৭৭ বিমানে ইঞ্জিনে সমস্যা দেখা দেয়ার কারণে তারা তাদের ২৪টি বোয়িং জেট বন্ধ ঘোষণা করেছে। গত শনিবার ২৩১ জন যাত্রী এবং ১০ ক্রু মেম্বার নিয়ে বিমানটি ডেনভার এয়ারপোর্টে ফিরে আসতে বাধ্য হয়। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। পার্শ্ববর্তী আবাসিক এলাকায় বিমানটির কিছু ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকার খবরও পাওয়া যায়।
এই ঘটনার পর জাপান সরকার একই মডেলের (প্র্যাট এন্ড হুইটনি ৪০০০) ইঞ্জিন ব্যবহারকারী সকল বোয়িং-৭৭৭ বিমানের ফ্লাইট বাতিল করেছে। বোয়িং বিমান কর্তৃপক্ষ জানিয়েছে তারা জাপান সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছে। তারা এই পুরো ঘটনাটি নিয়ে তদন্ত চালাচ্ছে। বিমানটির সরবরাহকারী প্রতিষ্ঠান জানিয়েছে, সারাবিশ্বে বর্তমানে একই ইঞ্জিনের ৬৯টি বোয়িং-৭৭৭ বিমান ব্যবহৃত হচ্ছে।
ফেডেরাল অ্যাভিয়েশন এ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, হনুলুলু'র উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউনাইটেড-৩২৮ ফ্লাইটটির ডান পাশের ইঞ্জিন হঠাৎ অকেজো হয়ে পড়ে। বিমান কর্তৃপক্ষ তাদের এই মডেলের ইঞ্জিনচালিত সকল বিমান পরীক্ষা করে দেখার নির্দেশনা দিয়েছে।
প্রাথমিকভাবে জানা যায়, 'প্র্যাট এন্ড হুইটনি ৪০০০' মডেলের ইঞ্জিনের পাখায় ব্যবহৃত ফাঁপা ব্লেডগুলোতেই কোন একটা সমস্যার কারনে এই ঘটনাটি ঘটে। বোয়িং কোম্পানি এবং তাদের ইঞ্জিন তৈরীর প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধি দলের সাথে এফএএ এ বিষয়ে বৈঠকে বসছে।
দ্য ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেইফটি বোর্ডের প্রাথমিক তদন্তের রিপোর্ট অনুযায়ী, বিমানটির ডানপাশের ইঞ্জিনের দুটি ব্লেড পুরোপুরি অকেজো হয়ে যাওয়ায় আরেকটি ব্লেডে তার প্রভাব পড়ে। দুর্ঘটনায় বিমানটির বড় কোন ক্ষতি হয়নি।
বিমানের যাত্রীরা জানায়, বিমানটি টেক অফের অল্প কিছুক্ষণ পরেই একটা বিস্ফোরণের শব্দ হয় এবং পুরো বিমানটি অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করে। বিমানের এক যাত্রী ডেভিড ডেল্যুশিয়া জানান, 'তখন আমরা ভয়ে আমাদের ওয়ালেটগুলো পকেটে রেখে দিয়েছিলাম, যেন কোন দুর্ঘটনা ঘটলে আমাদেরকে শনাক্ত করা সহজ হয়!'
শহরের পুলিশবাহিনী ব্রুমফিল্ড এলাকার এক বাড়ির উঠোনে বিমানের এক ছোট্ট ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে। তবে তাতে তেমন কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জাপান সরকার 'প্র্যাট এন্ড হুইটনি ৪০০০' মডেলের ইঞ্জিন ব্যবহারকারী জেএএল এবং এএনএ এয়ারলাইন্সের সকল বিমানের ফ্লাইটও স্থগিত রেখেছে। গতবছর ডিসেম্বরে বাম ইঙ্গিনের সমস্যার কারণে জেএএল এয়ারলাইন্সের একটি ফ্লাইট নাহা এয়ারপোর্টে ফিরে আসে। ২০১৮ সালে ইউনাইটেড এয়ারলাইন্সের আরেকটি প্লেনেও একই ঘটনা ঘটে।
সূত্র: বিবিসি
/এইচএস/এমএইচ/