চাঁদপুরের হাজিগঞ্জে বাপ্পী মিয়া (৩৫) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার রান্ধুনীমুড়া সোলেমান ব্যাপারী বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বাপ্পি মিয়া হাজিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ মো. সেলিম মিয়ার ছেলে।
নিহতের কাকা মো. ইসমাইল মিয়া জানান, শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টায় তিনি বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মোবাইলে অনেক বার কল করেও তাকে না পেয়ে নিহতের বাবা হাজিগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়রি করেন।
হাজিগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন রনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকালে ব্যাপারীবাড়ির পুকুরে লাশটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশের সঙ্গে থাকা মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
/আরআর/