টানা ৮-১৫ দিন করোনা সংক্রমণ বাড়লে মহারাষ্ট্রের আবারো লকডাউন জারি করা হবে। এমনই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তিনি বলেছেন, রাজ্যের কোভিড পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। লকডাউন এড়াতে রাজ্যবাসীকে কোভিড বিধি মানতে হবে।
তিনি বলেন, যারা লকডাউন চান না তারা মাস্ক ব্যবহার করবেন। সরকার চায়, মাস্ক পরে লকডাউনকে না বলুক মানুষ। আর আগামী ৮-১৫ দিনের মধ্যে মহারাষ্ট্রে করোনার দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে কিনা তা স্পষ্ট হয়ে যাবে।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, মহারাষ্ট্রে সংক্রমণ ক্রমশ বাড়ছে। এক সময় রাজ্যে দৈনিক সংক্রমণ দুই থেকে আড়াই হাজারে নেমে এসেছিল। বর্তমানে তা বেড়ে হয়েছে ৭ হাজার। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪০ হাজার থেকে লাফিয়ে ৫৩ হাজারে পৌঁছেছে। ২০২০ সালে রাজ্যে যখন রেকর্ড সংখ্যক মানুষ কোভিড আক্রান্ত হয়েছিলেন সেই সংখ্যা এখন আবার দেখা যাচ্ছে।
তাই সমস্ত বিধিনিষেধ সঠিকভাবে না মানা হলে আবারো মহারাষ্ট্রজুড়ে লকডাউন জারি করতে বাধ্য হবে সরকার। এরই মধ্যে আমরাবতী, আকোলাসহ একাধিক জায়গায় প্রশাসনকে লকডাউন ঘোষণার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া আগামী কয়েক দিন রাজ্যে রাজনৈতিক, সামাজিক সব ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এখন পর্যন্ত মহারাষ্ট্রে ২১ লাখেরও বেশি মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৫১ হাজার ৭৮৮ জন।
/ওআর/