জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আবাসিক হলগুলোতে অবস্থান নেয়া শিক্ষার্থীদের সরকারি নির্দেশনা মান্য করে হল ত্যাগের জন্য অনুরোধ করতে হলে হলে অভিযান চালাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় এ অভিযান চালানো হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ও আ ফ ম কামাল উদ্দিন হলের প্রভোস্ট আ স ম ফিরোজ উল হাসান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘এখনো হল খোলার বিষয়ে সরকারি নির্দেশনা আসেনি। সে কারণে আমরা হল খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না।’
এ সময় তিনি শিক্ষার্থীদের হল ত্যাগ ও সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত অপেক্ষা করার জন্য অনুরোধ জানান।
এ সময় কোনোভাবেই হল ছাড়তে রাজি হয়নি শিক্ষার্থীরা। প্রশাসনিকভাবে হল খুলে দেয়ার জন্য পাল্টা অনুরোধও জানান তারা।
আ ফ ম কামাল উদ্দিন হলে অবস্থানরত শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘ক্যাম্পাসের বাইরে আমরা নিরাপদ নই। এই মুহূর্তে হলই আমাদের কাছে অধিক নিরাপদ বলে আমরা মনে করি। সে কারণে আমরা হল ছাড়তে পারব না। আর যেহেতু অনলাইন ক্লাস চলছে, সেহেতু হল ছাড়ার কোনো প্রশ্নই আসে না।’
/আরআর/