চলতি বোরো মৌসুমে মেহেরপুর জেলায় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১৫০ হেক্টর বেশি জমিতে ধান চাষ হয়েছে।
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চলতি বোরো মৌসুমে জেলার ২টি পৌর এলাকাসহ ৩টি উপজেলায় ধান চাষের লক্ষ্যমাত্রা ধার্য করে ১৮ হাজার ৯৫০ হেক্টর জমিতে।
চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১৫০ হেক্টর বেশি জমিতে ধান চাষ হয়েছে। অর্থাৎ মেহেরপুর জেলায় মোট ধান চাষ হয়েছে ১৯ হাজার ১শ’ হেক্টর জমিতে।
মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, আবাদকৃত ধানের মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৮ হাজার ৬২০ হেক্টর, গাংনী উপজেলায় ৭ হাজার ১৫০ হেক্টর এবং মুজিবনগর উপজেলার ৩ হাজার ৩৩০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে।
চাষিরা জানান, ধান ওঠা পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
/আরআর/