জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলোতে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন। হল না ছাড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে শিক্ষার্থীদের সতর্ক করা হয়েছে।
রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় কিছু সংখ্যক শিক্ষার্থী সরকারি নির্দেশ অমান্য করে কোন কোন আবাসিক হলে জোরপূর্বক প্রবেশ করে অবস্থান নিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ২২ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিচ্ছে। অন্যথায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।’
প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। এ সংঘর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা ‘ক্যাম্পাসের বাইরে নিরাপদ নয়’ বলে আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবি করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারি নির্দেশনা ছাড়া হল খুলবে না বলে জানিয়ে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা তালা ভেঙে হলে প্রবেশ করে অবস্থান নেন।
/ওআর/