কালোব্যাজ ধারণ ও শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্পণ এবং হাতের সুন্দর বাংলা লেখা প্রতিযোগিতা ও আলোচনা সভায় অংশ নিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন করেছে শিক্ষার্থীরা।
রোববার (২১ ফেব্রুয়ারি) গাজীপুরের ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির এসব আয়োজনে সোসাইটি পরিচালিত কচি-কাঁচা একাডেমি, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ ও নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন শিক্ষক ও অভিভাবকরাও।
সকালে নিজস্ব ক্যাম্পাসের কচি-কাঁচা শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে হাতের সুন্দর বাংলা লেখা প্রতিযোগিতায় অংশ নেয় ৯৪ জন শিক্ষার্থী। নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত 'ক' গ্রুপের প্রতিযোগিতায় চতুর্থ শ্রেণির মেহজাবিন নূর নূহা প্রথম, একই শ্রেণির প্রীতি রহমান দ্বিতীয় ও দ্বিতীয় শ্রেণির খালিদ সাইফুল্লাহ তৃতীয় স্থান অর্জন করে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত 'খ' গ্রুপের প্রতিযোগিতায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাহমুদা হক ঊর্মি প্রথম, সপ্তম শ্রেণির সুরভি আক্তার তোয়া দ্বিতীয় এবং দশম শ্রেণির সিহাব মাহমুদ আনিল তৃতীয় স্থান অর্জন করে। বিশেষ পুরস্কার লাভ করে অষ্টম শ্রেণির রুবাইয়া আক্তার নিহা ও সুরাইয়া আক্তার ইলা এবং কেজি শ্রেণির সিদরাতুল মুনতাহা জয়ী।
সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ইসমত আরার সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন ইকবাল সিদ্দিকী কলেজের প্রভাষক এনামুল হক, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক রওশন আরা সুমি, কচি-কাঁচা একাডেমির সহকারী শিক্ষক সুশান্ত সরকার ও ফেরদৌসী রহমান এবং নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন সুলতানা রুনু।
/এআর/