নড়াইলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে নড়াইলের জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে জেলা একাডেমি চত্বরে শিশুদের ছড়া পাঠ, একুশভিত্তিক কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিশুবিষয়ক কর্মকর্তা ওলিউর রহমানের সভাপতিত্বে এসব প্রতিযোতিার উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রিয়াজুল ইসলাম, নড়াইল পৌরসভার নবনির্বাচিত মেয়র আঞ্জুমান আরা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হুমাউন কবীর, জেলা ক্রীড়া কর্মকর্তা, মো. কামরুজ্জামান, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইউসুফ আলী, শিশু একাডেমির কর্মকতাসহ অভিভাবকরা।
প্রতিযোগিতায় শতাধিক শিশু অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইয়ারুল ইসলাম।
/এবি/