রাজধানীর খিলগাঁও থানার উত্তর মানিকনগরের কুমিল্লাপট্টি বস্তির অধিকাংশ ঘর পুড়ে ছাই করে নিভেছে আগুন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে পারলেও এর কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও পুলিশ।
ওয়াসা রোডের ওই বস্তিতে রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে হঠাৎ আগুন ধরে গেলে প্রাথমিকভাবে পানি ঢেলে নেভানোর চেষ্টা চালান বস্তিবাসী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট এসে বিকেল পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা সারাক্ষণকে জানান, কুমিল্লাপট্টি বস্তিতে টিনশেডের শতাধিক ঘর ছিল। যার অধিকাংশই আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম সারাক্ষণকে জানান, প্রথমে ৬টি ইউনিট ঘটনাস্থলে গেলেও ভয়াবহভাবে ছড়িয়ে পড়ায় আরো ৩টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া বা আগুনের কারণ জানা যায়নি।
/এনএএইচ/এআর/