যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের একটি অস্ত্রের দোকানে গোলাগুলিতে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। শনিবার বিকেলে এ গোলাগুলির ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানায়, ‘প্রথম গুলিবর্ষণকারী’ প্রকাশ্যে গুলি চালিয়ে দুজনকে আহত করেন। এর ফলে দোকানের অন্যরাও তাদের নিজেদের অস্ত্র দিয়ে গুলি করতে উদ্যত হন। গুলিতে দুজন ব্যক্তি ও প্রথম গুলিবর্ষণকারী নিহত হয়েছেন। তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
কর্মকর্তারা জানান, গোলাগুলির বিষয়ে নিউ অর্লিয়েন্সের জেফারসন গান আউটলেট নামের দোকানটিতে তদন্ত চলছে।
জেফারসন প্যারিসের শেরিফ জোসেফ লোপিন্টো সাংবাদিকদের বলেন, ‘মনে হচ্ছে মূল সন্দেহভাজনের সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত (গোলাগুলিতে) হন। আমি যা বুঝেছি তা হলো এই জায়গায় কয়েকজন গুলিবর্ষণকারী ছিলেন, এরা হয় ক্রেতা, দোকানের কর্মী অথবা এই জায়গায় থাকা অন্য ব্যক্তি।’
শেরিফ বলেন, ‘আমরা সবকিছু একত্রিত করার চেষ্টা করছি, ভাঙা টুকরাগুলো জোড়া লাগানোর চেষ্টা করছি।’
গোলাগুলির সময় সেই দোকানে ছিলেন টাইরোন রাসেল। অ্যাসোসিয়েটেড প্রেসকে তিনি বলেন, ‘আমরা গুলির আওয়াজ ও চিৎকার শুনতে পাই। পুলিশ আসার পরে তারা আমাদের বাইরে নিয়ে যায়। আমি সব জায়গায় কাচ পড়ে থাকতে দেখি। এটি আসলেই খুব ভয়ংকর দৃশ্য ছিল।’
শেরিফের অফিস জানায়, গুলিতে আহত দুজন হাসপাতালে আছেন। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
সূত্র: বিবিসি
/এমএইচ/