নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের মতো মুন্সিগঞ্জের সিরাজদিখানে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে রাজদিয়া অভয় পাইলট উচ্চবিদ্যালয়ের শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানাতে ঢল নামে প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের। প্রথমে শহীদবেদিতে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন ।
এরপর মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহি বি চৌধরীর পক্ষে বিকল্পধারার আহ্বায়ক শাহ আলমাসের নেতৃত্বে উপজেলা বিকল্পধারা, উপজেলা ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদের নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সিরাজদিখান থানার পুলিশ, হাসাড়া হাইওয়ে থানার পুলিশ, আওয়ামী লীগ-বিএনপির অঙ্গসংগঠন, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব, উপজেলা অফিসার্স ক্লাব, বেসরকারি সংস্থা সাথী সমাজকল্যাণ সংস্থাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে ।
এ ছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে রচনা, চিত্রাঙ্কন, হাতের লেখা প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।