রাজধানীর কদমতলী থানার দক্ষিণ দনিয়া ও দক্ষিণ রায়েরবাগ এবং চকবাজার থানার বেগমবাজার থেকে পাঁচজন সিগারেট কালোবাজারিকে আটক করেছে র্যাব-১০। তারা হলেন আব্দুল বারেক (৩৭), আব্দুল খালেক (২৮), মিজান আবেদীন (৪৭), আসাদুল ইসলাম (২৫) ও মোক্তার হোসেন (৫৫)।
আটক ব্যক্তিদের কাছ থেকে ৭২ হাজার ২০০ শলাকা আমদানিনিষিদ্ধ সিগারেট, ৬টি মোবাইল ফোন ও ৭ লাখ ৮০ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত পৃথক তিনটি অভিযানে আটকের পর তাদের বিরুদ্ধে রোববার (২১ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র্যাব-১০-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সৌয়েব জানান, আটক ব্যক্তিরা পেশাদার সিগারেট কালোবাজারি চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট কালোবাজারি ও চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে মজুত ও বিক্রি করে আসছিলেন।
/এনএএইচ/এআর/