জনপ্রিয় ভিডিও গেইম স্ট্রিট ফাইটারের গেমিং চরিত্র চুন লি ও রিইউ (রাইউ) কে এবার তাদের ফ্র্যাঞ্চাইজির একটি গেমে দেখা যাবে এবং সেগুলো প্লেএবল ক্যারেক্টার হিসেবেই থাকবে।
আগে থেকেই অন্যান্য ইউনির্ভাসের জনপ্রিয় চরিত্রগুলো যুক্ত করে সাড়া জাগানো গেম ফোর্টনাইট-এ দেখা যাবে রিইউ দেখা যাবে। গতকাল ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সকাল ৬টায় ফোর্টনাইটের ইন-গেইম শপে এই ক্যারেক্টারগুলো পাওয়া যাচ্ছে।
ফোর্টনাইটে এরাই সর্বপ্রথম গেমিং স্টার নয়! গেমাররা এর আগে ‘গড অব ওয়ার’ এর ক্রাটোস এবং ‘হালো’র মাস্টার চিফ এর অবয়ব নিয়েও ফোর্টোনাইটে খেলতে পেরেছে।
ফোর্টনাইটের এই পুরো সিজনটি এমন বেশকিছু চমকে ভরপুর ছিল। ‘জি আই জো’ এর স্নেইক আইস’। ট্রন এর চরিত্র, ‘ওয়াকিং ডেড’ এর দুইটি চরিত্র নিয়ে খেলার সুযোগ দিয়েছে ফোর্টনাইট। বাদ যায়নি ফুটবলাররাও। এমনকি ডিজনি’র ‘স্টার ওয়ার্স’ এর ম্যান্ডালোরিয়ান এবং বেবি ইয়োডা ছিল। যে গ্রোগ্রু নামেও পরিচিত, এমন সব চরিত্রকে অসাধারণ সক্ষমতার সঙ্গে গেমিং ওয়ার্ল্ডে নিয়ে আসার সাহস দেখিয়েছে ফোর্টনাইট। তাদের সর্বশেষ সিজনটাতেও মার্ভেল ইউনিভার্সের অনেক চরিত্র ছিল।
ফোর্টনাইটে চুন লি এবং রায়ো’র এই সংযোজনে একটা কথা তো স্পষ্ট যে, বড়সড় সব ‘ব্র্যান্ড’ এর তারকারাই গেমসে যুক্ত হয়েছে।
সূত্র: দ্য ভার্জ
/এইচএস/এমএইচ/