বন্দর নগরী চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে মানুষের ঢল নামে। শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন কেরছেন সর্বস্তরের মানুষ। বেলা ১১টার পর শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতারা। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান ও চন্দন ধর প্রমুখ।
আওয়ামী লীগ ছাড়াও সহযোগী অঙ্গ সংগঠন, বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন সকালে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।
এরপর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদ ও সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ।
প্রসঙ্গত, ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ স্লোগানে ১৪৪ ধারা উপেক্ষা করে ঢাকার রাজপথে মিছিল করেছিলেন রফিক, সালাম, বরকত, জব্বার ও শফিউরসহ অগণিত বাঙালি ছাত্র-জনতা। তাদের সেই মিছিলে গুলি চালায় পাকিস্তানি পুলিশ বাহিনী। গুলিতে রফিক, সালাম, বরকত, জব্বার ও শফিউরদের বুকের তাজা রক্তে রাজপথ রক্তাক্ত হয়। এই ভাষা শহীদদের রক্তের বিনিময়ে রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষা প্রতিষ্ঠা পাওয়ার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতার বীজ বপন হয়েছিল। এই ভাষা শহীদদের স্মরণে প্রতিবছর ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং পরবর্তীতে এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বাংলাদেশের পাশাপাশি পুরো বিশ্বে পালিত হচ্ছে।
/ওআর/