অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার চেতনা নিয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের মানুষ।
প্রথমে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ইউএনও জোবায়ের রহমান রাশেদ এবং ওসি আবু বকর মিয়া।
এরপর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা আওয়ামী লীগের পক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহমেদ মুক্ত মুন্সী, মুকসুদপুর পৌরসভা, মুক্তিযোদ্ধা, পৌর আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ, মুকসুদপুর অনলাইন রিপোর্টাস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা জানাতে শহীদ মিনার চত্বরে ভিড় জমায় সব বয়সী স্বর্বস্তরের মানুষ। সড়কের পাশে ও চত্বরে গাছে বাংলা অক্ষর দিয়ে সজ্জিত করা হয়।
সকাল ৭টায় উপজেলা শহরের বিভিন্ন স্থানে ‘আমার ভাইয়ে রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গেয়ে প্রভাত ফেরিতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এ উপলক্ষে প্রাথমিক শিক্ষার্থীদের চিত্রাঙ্গন প্রতিযোগিতাসহ দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম রয়েছে।
/আরআর/