ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর সরিয়ে নেয়ার আবেদন জানাবে পাকিস্তান। দেশটির ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এহসান মানি এ তথ্য জানিয়েছেন। ভারত যদি পাকিস্তানের সব খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা ও ভিসার নিশ্চয়তা না দেয় তাহলে তারা এ আবেদন জানাবে বলে জানিয়েছেন এহসান মানি।
আসন্ন বিশ্বকাপের আসর অস্ট্রেলিয়াতে হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়া থেকে টুর্নামেন্ট সরিয়ে এনে ভারতকে আয়োজকের দায়িত্ব দেয়া হয়। আবার ২০২২ সালে বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব ছিল ভারতের। ফলে ২০২২ সালের বিশ্বকাপ ভারতে হবে না, বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে।
এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক স্বস্তিদায়ক না হওয়ায় পাকিস্তানের অংশগ্রহণের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে আইসিসি।
লাহোরে এক সাক্ষাৎকারে এহসান মানি বলেন, ‘আমরা ভারতে খেলতে যেতে পারব না- এমন কথা আমাদের সরকার কখনোই বলেনি। তবে আমরা আইসিসিকে জানিয়েছি, ভারত সরকার থেকে আমরা আমাদের শুধু খেলোয়াড় ও কর্মকর্তা নয়, সমর্থক, সাংবাদিক ও বোর্ড কর্মকর্তাদের ভিসার বিষয়ে লিখিত নিশ্চয়তা চাই। আইসিসি ২০২০ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে এ ব্যাপারে নিশ্চয়তা দেয়ার কথা জানিয়েছিল। কিন্তু তারা এখনো সে কাজ করেনি। আমি গত জানুয়ারি এবং চলতি ফেব্রুয়ারি মাসে সরাসরি আইসিসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। তাদের আমি মার্চের মধ্যে বিষয়টি নিয়ে সব ধরনের জটিলতা পরিষ্কার করার কথা জানিয়েছি। তারা মার্চের মধ্যে সব সমস্যার সমাধান করার কথা জানিয়েছে। যদি তা না হয়, তাহলে আমরা টুর্নামেন্ট অন্যত্র সরিয়ে নেয়ার আবেদন জানাব।’
/এসএইচ/