ভাষার মাসের সন্মানে ও প্রযুক্তিতে বাংলা ভাষার উৎকর্ষতার লক্ষে একুশের প্রথম প্রহর থেকেই বাংলা অক্ষরে এসএমএস পাঠালে অর্ধেক দাম রাখা হচ্ছে।
প্রথম অবস্থায় কেবল টেলিটক ও গ্রামীণ ফোন এই সুবিধা দিচ্ছে বলে শনিবার সন্ধ্যায় সারাক্ষণকে এ তথ্য নিশ্চিত করেছেন ডাক ও টেলি যোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার। তিনি আরোও বলেন, এর পরে এই সেবার সঙ্গে মার্চের পনের তারিখ যুক্ত হবে রবি এবং ৩১ তারিখ থেকে এই সেবা দেবে বাংলালিংক।
তিনি আরোও বলেন, প্রযুক্তিতে বাংলার ব্যবহার বাড়াতে এবং সমৃদ্ধ করতে একুশের প্রথম প্রহর থেকে বাংলায় এসএমএস চার্জ ২৫ পয়সা করেছে সরকার। আমরা প্রযুক্তিতে বাংলা ভাষার সমৃদ্ধিতে কয়েক বছর থেকেই কাজ করছি। প্রযুক্তির এই সময়ে যদি ওয়েব প্ল্যাটফর্মে বাংলাকে সমৃদ্ধ করতে না পারি তাহলে পিছিয়ে যাব। আমরা অনেকদূর এগিয়েছি। একটা সময় যেখানে বাংলায় কোনো কনটেন্ট ওয়েবে খুঁজতে গেলে ঘাম ছুটত, এখন আর তা হয় না।
প্রযুক্তিতে বাংলা ভাষার সম্প্রসারণের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলা ভাষা দিয়েই প্রযুক্তির সঙ্গে আমার সম্পর্ক গড়ে উঠেছে। তাই এক্ষেত্রে আমার আকাঙ্ক্ষাও অনেক বেশি। সেটা নিয়ে কাজ করতে গিয়ে এখন দেখতে পাই, আমরা আসলে অনেক দূর এগিয়েছি। কিছু ক্ষেত্রে হয়তো দুর্বলতা আছে, সেটাও কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। সরকার চায়, প্রযুক্তি দুনিয়ায় বাংলাটাকেও মানসম্মত পর্যায়ে নিয়ে যেতে। সবার কাছে গ্রহণযোগ্য করতে।
প্রযুক্তিতে বাংলা ভাষা সম্প্রসারণের ক্ষেত্রে পাঁচ কোটি টাকার একটি প্রকল্প নেয়া হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলা ভাষাকে প্রযুক্তিতে সমৃদ্ধ করতে তথ্যপ্রযুক্তি বিভাগ থেকে কয়েক বছর আগে ৫ কোটি টাকার একটি প্রকল্প নেয়া হয়েছে। প্রকল্পটির কাজ চলছে। আশা করি প্রকল্পটির কাজ আরও দ্রুততার সঙ্গে করতে সংশ্লিষ্টরা জোর দেবেন।
ইংরেজি হরফে বাংলা লেখার প্রতি ক্ষোভ জানিয়ে বলেন, ‘বর্তমান প্রজন্মের ইংরেজি হরফে বাংলা লেখায় ঝোঁকার অন্যতম কারণ হলো স্কুল পর্যায়ে টাইপিং শেখানোর অভাব। যেটা অনেক দেশেই আছে। আমাদের যদি স্কুল পর্যায়ে বাংলা এবং ইংরেজি ভাষায় আলাদা টাইপিং শেখানো যেত তাহলে এমনটা হতো না।
এজন্য অবশ্য অবকাঠামো সুবিধার অভাবও আছে। এসব সমস্যা সমাধানে কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানাই।’
এছাড়া বাংলা ভাষার সন্মানে মোবাইলের গ্রাহকদের কাছে টেলিকম কোম্পানিগুলো থেকে পাঠানো এসএমএস বাংলায় দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। মোবাইলের সফটওয়ারগুলো বাংলায় ডেভেলপ করার নির্দেশনাও দেওয়া হয়েছে। এসব নির্দেশনার ব্যত্যয় হলে মোবাইল আমদানিকারক কোম্পানিগুলোর লাইসেন্স বাতিল করা হবে বলেও জানান ডাক ও টেলি যোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার।
/এনএইচ/