পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শুরুতেই দেখা দিয়েছে বিপত্তি। এক ক্রিকেটারের করোনাভাইরাস ধরা পড়েছে। এছাড়া এক ক্রিকেটার এবং একজন কর্মকর্তার করোনাভাইরাস বিধি ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে।
পিএসএলের ষষ্ঠ আসর শনিবার শুরু হয়েছে। আগামী ২২ মার্চ শেষ হবে টুর্নামেন্ট। করাচির পাশাপাশি লাহোরে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, একজন খেলোয়াড়ের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। তাকে এখন ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। দলে যোগ দেবার আগে তার দুইবার নমুনা পরীক্ষায় নেগেটিভ হতে হবে।’
করোনাভাইরাস চিহ্নিত ক্রিকেটারের পরিচয় প্রকাশ করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। এছাড়া একজন ক্রিকেটার এবং একজন কর্মকর্তা জৈব সুরক্ষা বলয়ের বাইরে একজনের সঙ্গে দেখা করেছিলেন। তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হবে। ক্রিকেটার ও কর্মকর্তার এমন আচরণে পিসিবি হতাশা প্রকাশ করেছে।
এবারের আসরে স্টেডিয়ামের ধারণ ক্ষমতার মাত্র ২০ ভাগ আসনে দর্শক উপস্থিত থাকতে পারবে। গত আসরের চারটি ম্যাচ দর্শকহীন মাঠে অনুষ্ঠিত হয়েছিল।
/এসএইচ/