নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র, একটি গুলি ও চারটি বড় দাসহ ৭ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাগলার চর থেকে তাদের আটক করা হয়।
আটক জলদস্যুরা হলো লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার হরী কুমার (৩৫), নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর গ্রামের শফি উল্যার ছেলে মাইন উদ্দিন (৩৩), চাঁদপুরের মতলব উপজেলার বাবু (২১), চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর গ্রামের সাদ্দাম হোসেন (২৩), নোয়াখালী সদর উপজেলার বেলাল নগর গ্রামের মাসুদ হোসেন (৩৩), লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আফজাল গ্রামের দিদার উদ্দিন (২৫), নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলমপুর গ্রামের আকবর (২২)।
হাতিয়া কোস্টগার্ড সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে মেঘনা নদী থেকে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের রোগনাথ চন্দ্র জলদাস ও মকুল চন্দ্র জলদাস নামে দুই জেলেকে অপহরণ করে দস্যুরা। পরে দস্যুদের দেয়া বিকাশ নম্বরে মুক্তিপণের ৪০ হাজার টাকা দিলে তাদের ছেড়ে দেয়া হয়।
এই সংবাদ পেয়ে কোস্টগার্ড প্রযুক্তি ব্যবহার করে হাতিয়ার জাগলার চরে দস্যুদের অবস্থান নিশ্চিত হয়ে শনিবার বিকেলে অভিযান চালায়। এ সময় ৭ জলদস্যুকে দুটি আগ্নেয়াস্ত্র ও একটি গুলিসহ আটক করা হয়।
এ ব্যাপারে কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. বিশ্বজিৎ বড়ুয়া জানান, কোস্টগার্ডের নিয়মিত অভিযানের অংশ এটি। আটক জলদস্যুদের হাতিয়া থানায় সোপার্দ করা হবে।
/ এবি/