আবাসিক হল খুলে দেয়াসহ নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।
সমাবেশে ক্যাম্পাস ও হল খুলে না দেয়া পর্যন্ত লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘ভ্যাকসিন আনো, ভ্যাকসিন দাও, ক্যাম্পাস খুলে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে হল খুলে না দিলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা বলেন, ‘ক্যাম্পাস বন্ধ থাকায় আমাদের শিক্ষাজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। ক্যাম্পাস বন্ধ থাকলেও বেশিভাগ শিক্ষার্থী ক্যাম্পাসে চলে এসেছেন এবং তারা মেসে থাকতে শুরু করেছেন। আমরা দীর্ঘদিন থেকে হলের বাইরে আবস্থান করছি। হলের বাইরে থাকায় আমরা নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যে রয়েছি। শীঘ্রই হল খুলে না দেয়া হলে আমরা লাগাতার আন্দোলন করতে বাধ্য হব।’
শিক্ষার্থীরা বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেসে অবস্থান করা শিক্ষার্থীরা স্থানীয়দের নির্যাতনের শিকার হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এ ঘটনার পুনরাবৃত্তি চাই না। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন নিরাপদ রাখা হয় রাবি প্রশাসনের প্রতি আমরা সেই আহ্বান জানাচ্ছি।’
শিক্ষার্থীরা আরো বলেন, ‘২০২০ সালের পরীক্ষার্থীদের বিষয়ে একাডেমিক কাউন্সিলে পরীক্ষার ব্যাপারে উপযুক্ত সিদ্ধান্ত নেয়নি রাবি প্রশাসন। এতে করে আমরা দীর্ঘ সেশনজটের মুখে পড়তে যাচ্ছি। পাশাপাশি মানসিকভাবে ভেঙে পড়ছি। তাই আমরা প্রশাসনের প্রতি হল খুলে দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’
/ এবি/