বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম আইডিতে একটি ছবি শেয়ার করেন। ছবিটি ২০১৮ সালের ফটোশুটের। ছবিটি শেয়ার করার এক ঘণ্টার মধ্যে এক মিলিয়নের বেশি মানুষ দেখেন। ছবিটি শেয়ার করে প্রিয়াঙ্কা ক্যাপশনে লেখেন, ‘ছবিতে ৬০ ভাগ চুল এবং ৪০ ভাগ ঠোঁট এবং আমি।’ এরপর হ্যাশ ট্যাগ দেন ২০১৮।
ছবিতে প্রিয়াঙ্কার চেহারার ৬০ ভাগ তার এলোমেলো চুল দিয়ে ঢেকে থাকতে দেখা যায়। এ ছাড়া ছবিতে ৪০ ভাগ তার ঠোঁটের উপস্থিতি দেখতে পাওয়া যায়। ছবিতে প্রিয়াঙ্কাকে সাদা একটি টপস পরে থাকতে দেখা যায়। ছবিটি শেয়ার করার পর ভক্তদের ভালোবাসার কমেন্টে ভরে ওঠে তার কমেন্ট বক্স। ছবিতে প্রিয়াঙ্কার এক ভক্ত কমেন্ট করে লেখেন, ‘এবং ১০০ ভাগ হৃদয়।’ এ ছাড়া ভিজে আনুশা দান্দেকার নামে এক ভক্ত কমেন্ট করে ‘আমি তোমার জন্য এখানে আছি’ লিখে আশ্চর্যবোধক চিহ্ন দেন। এ ছাড়া আরেক ভক্ত কমেন্টে তাকে সুপার গ্ল্যামার বলে সম্বোধন করেন।
প্রিয়াঙ্কা বর্তমানে তার পরবর্তী টিভি সিরিজ চিতাদেলের শুটিংয়ের জন্য লন্ডনে অবস্থান করছেন। সম্প্রতি প্রিয়াঙ্কা তার ইনস্টাগ্রাম আইডিতে লন্ডনে নভেম্বর পর্যন্ত থাকবেন বলে জানান। এ ছাড়া শুটিংয়ের পাশাপাশি প্রিয়াঙ্কা তার বই আনফিনিশডের প্রচারের কাজেও ব্যস্ত আছেন। বইটি ইতোমধ্যেই নিউইয়র্ক টাইমসের সেরা বিক্রয়কারীর তালিকায় জায়গা করে নিয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস