বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেছেন, ভোজ্য তেলের দাম আন্তর্জাতিক বাজারে বেড়ে গেছে। এ কারণে দেশে ৯০ ভাগ ভোজ্য তেল আমদানি সম্পন্ন করা হয়েছে।
শনিবার (২০ফেব্রুয়ারি) সকালে রংপুরের শালবন মিস্ত্রীপাড়া নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, টিসিবির নিকট অনেক তেল মজুদ আছে । রমজান মাসে দাম নিয়ে সমস্যা হবে না।
তেলের দাম কম ও বাজার নিয়ন্ত্রণের রাখার চেষ্টা চলছে। তবে রমজান মাসে তেলের দাম না বাড়ানোর দাবি ব্যবসায়ী ও সাধারণ মানুষের।
তিনি আরো বলেন, তেলের দাম ১১৫ টাকা লিটার নির্ধারণ করে দেওয়া হচ্ছে । আশা করছি, ব্যবসায়ীরা রোজায় তেলের দাম না বাড়িয়েই সরকারি নিয়ম অনুযায়ী দাম স্থিতিশীল রাখবেন।
পরে মন্ত্রী রংপুর জেলা-উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন।