নারায়ণগঞ্জের সোনারগাঁয় দুই পক্ষের সংঘর্ষে সমর আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় চলা সংঘর্ষে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার নয়াগাঁও গ্রামে আলাউদ্দিন হাজি ও বরকত মোল্লার সমর্থকরা বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকেই কয়েক দফা সংঘর্ষের পর এদিন সকাল ১০টায় পুনরায় সংঘর্ষ বাধলে আলাউদ্দিন হাজির সমর্থক সমর আলীকে কুপিয়ে যখম করে বরকত মোল্লার সমর্থকরা।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেয়ার পথে মারা যান তিনি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় উভয় গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আহত হয়েছে বেশ কয়েকজন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার তবিদুর রহমান জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সমর আলীর লাশ মর্গে পাঠানো হয়েছে।