ঝালকাঠির নলছিটিতে ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বৈচন্ডি আড়াপোল এলাকার বাঘমারা মাঠে এ প্রতিযোগিতা হয়।
প্রতি বছরের এই সময়ে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এ আয়োজ করা হয়। এলাকাবাসীও উৎসাহভরে উপভোগ করে।
ঘোড়ার পিঠে উঠে চাবুক হাতে প্রতিযোগিতায় অংশ নেন ঘোড়সওয়াররা। অংশগ্রহণকারী সবার জন্যই ছিল বিশেষ পুরস্কার। ঘোড়দৌড় উপলক্ষে মাঠে পসরা সাজিয়ে বসেন খাবারের দোকানিরা।
আয়োজক যুবক ফোরকান হোসেন, নাইম হাওলাদার ও ইমরান হাওলাদার বলেন, ভালো লাগা আর গ্রামীণ ঐতিহ্যবাহী সংস্কৃতিকে টিকিয়ে রাখতে এমন আয়োজন করেছি। আগামীতেও আরো বড় পরিসরে এ প্রতিযোগিতার আয়োজন করা হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
/আরআর/