টিকটকে ভাইরাল হয়েছে শাকিরার ‘গার্ল লাইক মি’ গানের নাচের চ্যালেঞ্জ। হাজার হাজার ভক্ত তাল মিলিয়েছেন শাকিরার চমৎকার ছন্দে। ব্ল্যাক আইস পিস ভিডিওতে তার মনোমুগ্ধকর নাচ অসংখ্য দর্শকের মন জয় করেছে আর ‘গার্ল লাইক মি’-এর নাচ তো ইন্টারনেটের নতুন সেনসেশন। অসংখ্য ভক্ত-অনুরাগী ওই গানে নিজেদের নাচের ভিডিও বানিয়ে সেগুলো শেয়ার করেছেন টিকটকের মতো সোশ্যাল মিডিয়াগুলোতে।
ফ্যানদের বেশ কিছু নাচের ক্লিপ নিয়ে বানানো একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থেকে শেয়ার করেছেন ‘দ্য ভয়েস’-এর সাবেক এই বিচারক। গ্লোবাল হিট ‘ওয়াকা ওয়াকা’র এই গায়িকা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘টিকটকে পাওয়া গার্ল লাইক মির সেরা কিছু নাচের সংকলন দেখুন এখনই।’
শাকিরা সবাইকে এত ভালো নাচার জন্য ধন্যবাদও জানিয়েছেন।
শাকিরার মিউজিক ভিডিও ‘গার্ল লাইক মি’ গত বছরের ৪ ডিসেম্বর মুক্তি পায়। ইউটিউবে ভিডিওটি এ পর্যন্ত ২০০ মিলিয়নবার দেখা হয়েছে।
সূত্র: দ্য নিউজ